আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিনেট কমিটির উদ্দেশে দেওয়া বক্তৃতায় রুবিও বলে, ইরানের শাসক পরিবর্তন ঘটানো ভেনেজুয়েলার মতো সহজ বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিল।
রুবিও বলে, ‘এটা কোনো ফ্রোজেন খাবার নয়, যেটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দুই-আড়াই মিনিটে তৈরি হয়ে যাবে। এগুলো খুবই জটিল বিষয়।’
রুবিও আরও বলে, খামেনেয়ী বা বর্তমান শাসনব্যবস্থা পতন হলে এরপর কী ঘটবে- সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারও কাছে নেই। রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে সামনে আসল যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছে।
ট্রাম্প বলেছে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।
Your Comment